কেন্দ্র যতই আসন্ন বাদল অধিবেশন অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করার তাড়াহুড়ো দেখাক, বিজেপির ঘরেই বাড়ছে বিতর্কিত এই প্রস্তাবের বিরোধিতা। এবার খোদ বিজেপির জোটসঙ্গী এনপিপি বলছে, অভিন্ন দেওয়ানি বিধি ভারতের মূল ধারার বিরোধী। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, কেন্দ্র যদি দেওয়ানি বিধি লাগু করার জন্য জোরাজুরি করে, সেক্ষেত্রে তাঁর দল স্পষ্ট বিরোধিতা করবে। এবিষয়ে সাংমা বলছেন,”বিভেদের মধ্যে ঐক্য এটাই আমাদের পরিচয়। এটাই আমাদের শক্তি। এনপিপি মনে করে ভারতের মত বহুত্ববাদের দেশে এক আইন কার্যকর করাটা আমাদের মূল ভাবনার বিরোধী” কনরাড সাফ বলছেন, উত্তরপূর্ব ভারতের সংস্কৃতির নিজস্বতা আছে।