Tripura News Live

[t4b-ticker]

কৈলাসহর আদালতে ই-পরিষেবা কেন্দ্রের উদ্বোধন

কৈলাসহর আদালতে ই-পরিষেবা কেন্দ্রের উদ্বোধন

কৈলাসহর আদালত চত্বরে গতকাল এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ই-পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয়।

ফলক উন্মোচন করে এই ই-পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র ও বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়।

এই পরিষেবা চালু হওয়ায় সংশোধনাগারে অবস্থানরত আবাসিকদের সাথে আত্মীয়-স্বজনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগের সুযোগ পাবেন।

তাছাড়া এই পরিষেবার মাধ্যমে বিচার বিভাগের যেকোন মামলার তথাও জানা যাবে।

কাগজহীন এই পরিষেবা বিচার বিভাগীয় কাজে গতির সঞ্চার করবে।

ADVERTISEMENT