‘হর ঘর তিরঙ্গা’। গত বছরের মত এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে ও ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি হাতে নিয়েছে শাসক দল বিজেপি। এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে বৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করেই বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে প্রদেশের সমস্ত পদাধিকারীরা রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনীস্থিত পোষ্ট অফিস থেকে জাতীয় পতাকা ক্রয় করেন। এদিন বিজেপি সভাপতির সঙ্গে দলের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে রাজীব ভট্টাচার্য জানান, গত বছর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে রাজ্যে ৫ লক্ষ পরিবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এবছর তা আরও বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন।