Tripura News Live

[t4b-ticker]

গত মাসে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শুক্রবার তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করেছে সিবিআই

গত মাসে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শুক্রবার তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ধৃতরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। সূত্রের খবর, তাঁদের কর্মকাণ্ডের জেরেই এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। তাঁরা আগেভাগেই জানতেন যে তাঁদের কার্যকলাপের জেরে এহেন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কারণেই তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।

ADVERTISEMENT

Click here