Tripura News Live

[t4b-ticker]

গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল পি আর বাড়ি থানার পুলিশ

আবারো গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল পি আর বাড়ি থানার পুলিশ l বৃহস্পতিবার রাতে পি আর বাড়ি থানাধীন কমলপুরের ইন্দিরা নগরস্থিত দীপক দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও বিএসএফ।পি আর বাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে চলে এই অভিযান। দীপক দাসের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এর সঙ্গে আটক করা হয় দীপক দাসকে।শুক্রবার তাকে বিলোনিয়া আদালতে হাজির করা হয় বলে জানান ওসি রতন রবি দাস।

ADVERTISEMENT

Click here