গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এস্ কফ এবং ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এবং টিএসআর যৌথবাহিনী। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া ভোলা মোড়া এলাকায়।
সোমবার সকাল আটটা থেকে দীর্ঘক্ষন অভিযান চালায় সোনামুড়া থানাধীন রাঙ্গামাটি এলাকার চারটি স্থানে। সেখানে অভিযানে নেমে মিরু মইসান এবং ফরিদ মইসান এর বাড়িতে দুটি স্থান থেকে প্রায় ৪৫০ কেজি শুকনো গাজা ভর্তি ড্রাম উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল।
এবং ওই এলাকায় পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় ১৬ হাজার ইয়াবা হেরোইন এবং এসকাপ ৪৭৪ বোতল উদ্ধার করতে সক্ষম হয়। তবে দিনের অভিযানে পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।