Tripura News Live

[t4b-ticker]

গোমতী জেলাভিত্তিক বইমেলার উদ্বোধন

গোমতী জেলাভিত্তিক বইমেলার উদ্বোধন

বইমেলার কোন বিকল্প হয় না। বইমেলা মানে জ্ঞানের মেলা। জ্ঞানের প্রদীপ জ্বালায় বইমেলা। উদয়পুর কে বি আই প্রাঙ্গণে গোমতী জেলা ভিত্তিক বইমেলার উদ্বোধন করে এই কথা বলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন, বইমেলার সঙ্গে অন্যকোন মেলার তুলনা হয়না। ছাত্র-ছাত্রী, লেখক লেখিকা, গবেষক, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা সহ সব অংশের মানুষের মিলন ক্ষেত্র হলো এই বইমেলা।

তিনি বলেন জ্ঞানের পরিধি বিশাল। এই পরিধিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তাই জেলায় জেলায় বইমেলার আয়োজন করা হচ্ছে। তাছাড়া বইমেলাতে প্রত্যেকের অংশগ্রহণ দরকার। তিনি বলেন আধুনিকতার ছোঁয়ায় অতীতকে ভুলে গেলে চলবে না।

অতীতকে জানতে হলে বই পড়তে হবে। আগামী দিনে এই বইমেলাকে মহকুমা স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এর আগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোনদিন জেলাভিত্তিক বইমেলা হয়নি। এবারই প্রথম।

ADVERTISEMENT

Click here