গোষ্ঠী সংঘর্ষে প্রতিনিয়ত জ্বলছে মণিপুর রাজ্য। সেই হিংসার আঁচ লেগেছে এবার পাশ্ববর্তী রাজ্য গুলিতেও। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না। এহেন পরিস্থিতিতে, উদ্বেগ প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তাঁর প্রশ্ন, কবে থামবে এই হিংসা?গত দু’মাস ধরে মেতেই ও কুকিদের জাতি দাঙ্গায় উত্তাল মণিপুর। উত্তরপূর্বের রাজ্যে হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকার। গত দু’মাস ধরে চলতে থাকা এই অশান্তিতে প্রাণ হারিয়েছেন প্রায় ১২০ জন মানুষ। আহত ৩ হাজারের উপর। ঘরছাড়া লক্ষাধিক। এতেই চাপ বাড়ছে পাশের রাজ্যগুলিতে। আশ্রয়ের খোঁজে পড়শি রাজ্যে ভিড় করছেন বহু মানুষ। যার মধ্যে মিজোরাম অন্যতম। মণিপুর থেকে মিজোরামে ১২ হাজার ১৬২ জন শরণার্থী পালিয়ে এসেছেন বলে জানা গিয়েছে।