Tripura News Live

[t4b-ticker]

চন্দ্রাভিযানে আরও একবার সাফল্য পেল ইসরো। চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩

চন্দ্রাভিযানে আরও একবার সাফল্য পেল ইসরো। চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যায় নির্বিঘ্নে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩ l শুধু চাঁদের কক্ষপথে প্রবেশ করা নয়, চন্দ্রের মাধ্যাকর্ষণ অনুভব করছে বলেও বার্তা পাঠিয়েছে চন্দ্রযান-৩। অর্থাৎ এখনও পর্যন্ত সফল অপারেশন ইসরোর।ইসরো সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্‍‍ক্ষেপণ হয় চন্দ্রযান-৩। তারপর ২২ দিন পর এদিন সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩।

ADVERTISEMENT

Click here