Tripura News Live

[t4b-ticker]

চাকরিতে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে খালি হাতেই ফিরতে হল এস টি জিটি উত্তীর্ণ বেকারদের

চাকরিতে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে খালি হাতেই ফিরতে হল এস টি জিটি উত্তীর্ণ বেকারদের l সোমবার সকালে তারা সকলে এসে
জড়ো হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে । কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের লোকজনেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আগাম অনুমতি না নেওয়ায় তাদেরকে আটকে দেয় l এবিষয়ে এস টি জিটি উত্তীর্ণ এক বেকার জানায়, দ্রুত যাতে এস টি জিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, তার জন্য মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন l পাশাপাশি অনেক মাস হয়ে গেছে এস টি জিটি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হচ্ছে না, তা জানতেও এখানে এসেছেন বলে জানায় সে l

ADVERTISEMENT

Click here