চাকরিতে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে খালি হাতেই ফিরতে হল এস টি জিটি উত্তীর্ণ বেকারদের l সোমবার সকালে তারা সকলে এসে
জড়ো হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে । কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের লোকজনেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আগাম অনুমতি না নেওয়ায় তাদেরকে আটকে দেয় l এবিষয়ে এস টি জিটি উত্তীর্ণ এক বেকার জানায়, দ্রুত যাতে এস টি জিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, তার জন্য মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন l পাশাপাশি অনেক মাস হয়ে গেছে এস টি জিটি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হচ্ছে না, তা জানতেও এখানে এসেছেন বলে জানায় সে l