জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে থেকে জেহাদের বিষ ছড়াচ্ছে। এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার গুরুগ্রামে আয়োজিত ২ দিনের জি-২০ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই কথা বলেন। পাশাপাশি সাইবার হামলার ফলে সারা বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁর। শাহর কথায়, ”বিশ্বের বহু দেশই এর শিকার হয়েছে।”স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ”জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে থেকে নিজেদের পরিচয় গোপন রেখে জেহাদের বিষ ছড়াচ্ছে। এই অপরাধের প্যাটার্নটা বুঝতে হবে সকলকে। তারপর তার সমাধান খুঁজতে হবে।” সেই সঙ্গে তাঁর বক্তব্য, ”মেটাভার্স এক সময় কল্পবিজ্ঞানের আইডিয়া ছিল। কিন্তু এখন তা সত্যিকারের বিশ্বে ঢুকে পড়েছে।”