জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) স্বেচ্ছাসেবকদের ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আজ জিরানীয়ার শচীন্দ্রনগরস্থিত সংহতি বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস-এর উদ্যেগে এক রক্তদান শিবিরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, ভারতবর্ষে প্রতি দুই সেকেন্ডে এক ইউনিট রক্তের প্রয়োজন।
প্রতিদিন প্রায় ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। রক্তের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রতিনিয়ত রক্তদানের মাধ্যমে এই চাহিদা পুরণের লক্ষ্য রাখতে হবে। এনএসএস-এর কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মানব ধর্ম পালনই হলো এনএসডাস-এর মূল উদ্দেশ্য। এনএসএস-এর স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন। শুধু রক্তদানই নয় বিপর্যয় মোকাবিলায় তাদের দেখা যায় মানবজাতির কল্যাণে সেবা করতে।