এবারের রাজ্য বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের রাজ্য বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ২০২১-২২ অর্থ বছরের রাজ্য বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দের থেকে ২৩ শতাংশ বেশি। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেটে এই ঘোষণা দেন উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রী জিষ্ণু দেববর্মা। জিবি হাসপাতালে মা ও শিশুদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি ইউনিট প্রতিষ্ঠার জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও এদিন বাজেটে ঘোষণা দেন উপ মুখ্যমন্ত্রী।