Tripura News Live

[t4b-ticker]

জো ডর যায়ে উও মোদি নেহি

জো ডর যায়ে উও মোদি নেহি।’ অর্থাৎ যিনি ভয় পান তিনি মোদি নন। এভাবেই ভোটমুখী ছত্তিশগড়ে শুক্রবার কংগ্রেসকে আক্রমণ করার সময় গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l এদিন রাজ্যের রাজধানী রায়পুরে ৭ হাজার ৬০০ কোটি টাকার মোট ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আর তারপরই এমন কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।

ADVERTISEMENT

Click here