তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি l প্রধানমন্ত্রীর কুরসিতে নিজেকেই দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদি। বুধবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যেই সাফ বোঝা গেল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। শুধু তাই নয়, মোদি সাফ ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।