Tripura News Live

[t4b-ticker]

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পরিষেবা লাটে উঠেছে বলে অভিযোগ

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পরিষেবা লাটে উঠেছে বলে অভিযোগ উঠতে শুরু হয়েছে। শুধু তাই না হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগী সহ পরিজনেরা বারবারই হাসপাতালের বিভিন্ন ব্যাবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। এই সমস্ত বিষয়গুলো অবশেষে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে গেছে। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিকের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক জানান আগামী কিছুদিনের মধ্যেই হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনাকে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য দপ্তর কাজ করে যাবে।

ADVERTISEMENT

Click here