ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কে নিয়ে সম্প্রতি একটি সংবাদপত্রে খবরের ভিত্তিতে স্পষ্টিকরণ দিল পি এফ এ। ওই সংবাদপত্রে নাকি বলা হয়েছিল টিএফ এ এর কোন রেজিস্ট্রেশন নেই। শুক্রবার টি এফ এ সচিব অমিত চৌধুরী তাদের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ওই সংবাদপত্রের খবর সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে অভিযোগ করেন তিনি। এদিকে অন্য এক প্রসঙ্গে বলেন ত্রিপুরায় ফুটবলের উন্নয়নের জন্য পস্ক থেকে টি এফ এ কিছু ফুটবল এবং কিডস পেতে চলেছে। এদিন সচিবের সঙ্গে টিএফ এ এর সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য কার্যকর্তারাও ছিলেন।