রাজ্যের ৭টি জেলার সাথে পশ্চিম ত্রিপুরা জেলাও ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশান কর্মসূচিতে ৬টি বিষয়ে সাফল্য অর্জন করায় ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কারে ভূষিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৮ জুলাই নয়াদিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে এক অনুষ্ঠানে এই পুরস্কার সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। আজ বিকালে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক
জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল এই সম্মান। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, একটা সময় ছিল যখন জমির খতিয়ান, ম্যাপ ইত্যাদি দেখার জন্য তহশিল অফিসে ছুটে যেতে হত। এখন ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশান কর্মসূচির আওতায় এই বিষয়গুলি বাড়িতে বসে যে কেউ কম্পিউটারে দেখতে পারছেন। শুধু তাই নয় এই কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় মডার্ণ রেকর্ড রুম স্থাপন করা হয়েছে। ভূমির রেকর্ড সম্পর্কিত বিভিন্ন পরিষেবা যাতে জনগণ আরও ভালোভাবে পেতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যাপক অংশের জনগণ পাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, জেলাশাসক অফিসের রেভিনিউ শাখার ব্রাঞ্চ অফিসার শীর্ষেন্দু দেববর্মাও উপস্থিত ছিলেন।