ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটিতে উপনির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রেই জয় তুলে নিতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল বিজেপি। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপি। বিরোধী শিবিরকে টেক্কা দিয়ে অনেকটাই আগেভাগে প্রচারের দিক থেকে এগিয়ে রাজ্যের শাসকদল বিজেপি।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিরোধী শিবির থেকে অনেকটাই এগিয়ে রাজ্যের শাসকদল বিজেপি।