নয় দফা দাবিতে বুধবার আগরতলার রাজপথে নামলো বামপন্থী সংগঠন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কৃষাণ মোর্চা। এদিন বিকেলে সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর হয় পথসভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই কর্মসূচিতে মানিক দে ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃত্বদের দেখা যায়।