নরসিংগড়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ আগামী ৭-৮ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য বিধানসভায় বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০১৭ সালের ২০ আগস্ট প্রাথমিকভাবে এই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল। তিনি জানান, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আর্থিক অনুদানে এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, করোনা অতিমারীর দরুণ এমনিতেই বছর দুয়েক স্টেডিয়ামের নির্মাণ কাজ করা যায়নি।
এরপর কাজ শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) স্টেডিয়ামের নির্মাণ কাজ যাতে খুব সহসাই শেষ করে সেজন্য তাদের অনুরোধ করা হবে বলে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন।