Tripura News Live

[t4b-ticker]

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জন বিশ্বাস গতকাল নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। তাছাড়াও মুখ্য স্বাস্থ্য আধিকারিক এদিন নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন নরসিংগড় ও দুর্গাংগী হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার দুটিও পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের পরিষেবা, স্বাস্থ্যকর্মীদের ডিউটি টাইম সম্পর্কে খোজ খবর নেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে জনসাধারণ যাতে ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম ম্যানেজার শুভদীপ লোধ। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়।

ADVERTISEMENT

Click here