Tripura News Live

[t4b-ticker]

পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ টিকাকরণ অভিযান শুরু হচ্ছে

পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ টিকাকরণ অভিযান শুরু হচ্ছে। যে সমস্ত শিশুরা ও গর্ভবতী মহিলারা নির্দিষ্ট সময়ের টিকা নিতে পারেননি তাদেরকে ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ নামক প্রকল্পে টিকাকরন হবে। আগামী ৭ থেকে ১২ ই আগস্ট, ১১ থেকে ১৬ সেপ্টেম্বর ও নয় থেকে ১৪ অক্টোবর চলবে এই বিশেষ অভিযান। পশ্চিম জেলার প্রায় ২১২ টি সেন্টারে টিকাকরন হবে। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা ইমিউনিটি আধিকারিক। মূলত যে সমস্ত শিশু ও গর্ভবতী মহিলারা টিকাকরন থেকে বঞ্চিত তাদেরকে টিকার আওতায় আনাই হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য।

ADVERTISEMENT

Click here