৭০ বছর পর পাঞ্জাবে ক্ষমতায় আসলো প্রথম বারের মতো কোন আঞ্চলিক দল। দেশের মধ্যে একটি আঞ্চলিক অন্য একটি রাজ্যে ক্ষমতা দখল করার ঘটনা এই প্রথম। ইতিহাস তৈরী করেছে অরবিন্দ কেজরিওয়াল। যেখানে তৃণমূল কংগ্রেস থেকে সপা ব্যর্থ হয়েছে, সেখানে ব্যাপক ভাবে ইতিহাস তৈরী করে প্রধানমন্ত্রী দাবীদার হয়ে উঠেছেন অরবিন্দ কেজরিওয়াল। ৭০ বছর পর পাঞ্জাবে ক্ষমতা দখল করল আম আদমী পার্টি। দীর্ঘ ৭০ বছর হয় কংগ্রেস নয় আকালি জোটের উপর আস্থা রেখেছিল পাঞ্জাবের ভোটাররা। কিন্তু অবশেষে আঞ্চলিক দল আম আদমী পার্টি দখল করেছে পাঞ্জাব। দুই তৃতীয়াংশ ক্ষমতা নিয়ে প্রথমবারের মতো পাঞ্জাব শাসন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। কংগ্রেসের প্রতি মানুষের অনাস্থার বিস্ফোরণ ঘটেছে এবারের নির্বাচনে। ২০১৭ সালে ক্যাপ্টেন অরবিন্দর সিং’এর কাঁধে ভর করে কংগ্রেস বিপুল ভাবে জয়ী হয়েছিল। কিন্তু কৃষি আন্দোলনেই পাঞ্জাবের হাওয়া বদল হয়ে যায়। মাদক বিরোধী অভিযান, সীমান্ত সুরক্ষা ইস্যুতে ভোট হয়েছে এবার পাঞ্জাবে। এর সাথে যোগ হয়েছে কৃষি ও কৃষক আন্দোলন। এই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লীর মডেলকেই সামনে আনে আম আদমী পার্টি। তাই দিল্লীবাসীর মতই সরকারী প্রতিশ্রুতিকে বিশ্বাস করে আম আদমী পার্টিকে ক্ষমতায় বসিয়েছে পাঞ্জাবের মানুষ। পাঞ্জাব এখনো পুরুষতান্ত্রিক। কিন্তু আম আদমী পার্টি মহিলাদেরকেই ভোট ব্যাঙ্ক হিসেবে টার্গেট করে বাজিমাত করেছে।