পুর নিগমের বিভিন্ন এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার । এদিন তিনি এই ওয়ার্ডের অধীন জিবি, রামকৃষ্ণ পল্লী, জগতপুর কালীবাড়ি এলাকা পরিদর্শন করেন এবং স্থানিয় লোকজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে অবগত হন। পাশাপাশি এলাকার ড্রেন ও রাস্তাঘাট নিয়েও কথা বলেন মেয়র। মেয়রের সঙ্গে এদিন স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে এদিন মেয়র ইন্দ্রনগরস্থিত গোমতী ডায়েরির অফিসটিও পরিদর্শন করেন। গোমতী ডায়েরির মিষ্টির কারখানার জল ডাইরির সীমানা থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন রাস্তাঘাট সহ মানুষের বাড়ি ঘরে ঢুকছে বলে মেয়রের কাছে অভিযোগ ছিল । এই অভিযোগের ভিত্তিতেই তিনি এদিন গোমতী ডায়েরি অফিসে যান এবং কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন।