রাশিয়া – ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানীর দাম বাড়ার পর এবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো দেশের বাজারেও। একই সাথে বেড়েছে গ্যাসের দামও। সোমবার মধ্যরাতে পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৮৪ পয়সা। সেই সাথে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেদিকে ধাবিত হচ্ছে এতে জ্বালানীর দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।