Tripura News Live

[t4b-ticker]

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জয়ন্তী দেববর্মা এবং পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জয়ন্তী দেববর্মা এবং পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন। পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন রাজ্য সরকারের অবর সচিব জয় দত্ত। দুজন নারী শক্তির কর্মদক্ষতায় এই দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তাদের দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ADVERTISEMENT

Click here