সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । স্বাস্থ্য , শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নে রাজ্যে বর্তমান অবস্থা সম্পর্কে হয় আলোচনা ।ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার সহযোগিতা করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর সামাজিক মাধ্যমে জানিয়েছেন ।