প্রবল বৃষ্টিতে মৃত্যু হল কমপক্ষে ২৮ জনের। গত চারদিন ধরে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। আগামী দু’দিন আরও বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বন্যার ফলে সেতু ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পথঘাট। বৃষ্টি আরও বাড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেই ধারণা। দিল্লি, নয়ডা-সহ উত্তর ভারতের একাধিক শহরে স্কুল ছুটি দেওয়া হয়েছে। নানা অফিসেও বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে প্রশাসন।