Tripura News Live

[t4b-ticker]

প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার গ্রেপ্তার হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে  গোটা রাজ্যে

প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার গ্রেপ্তার হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে  গোটা রাজ্যে। সূত্রে খবরকলেজ পড়ুয়া এক ছাত্রীর অভিযোগে দিল্লীতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটি-র বিধায়ক মেবার কুমার জমাতিয়া। জানা গেছে ওই ছাত্রীর তরফে মেবার কুমার জমাতিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ থানায় জমা দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়েছে ত্রিপুরা ভবনেই এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ হাতে পেয়ে বুধবার সকালে দিল্লী স্থিত কৌটিল্য মার্গ এলাকার থানা ত্রিপুরা ভবনে দফায় দফায় অভিযোগকারী এবং বিধায়ক মেবার কুমার জমাতিয়াকে জিজ্ঞাসাবাদ করে।

ADVERTISEMENT