Tripura News Live

[t4b-ticker]

ফিল্ম ইনস্টিটিউট: সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এক প্রতিনিধিদল রাজ্য সফরে আসছেন

রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখতে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এক প্রতিনিধিদল রাজ্য সফরে আসবেন।

আগামী ১০-১৫ দিনের মধ্যে এই প্রতিনিধিদলটির রাজ্যে আসার কথা রয়েছে।

প্রতিনিধিদলটি রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান।

তিনি আরও জানান, রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যাতে রাজ্যের ছেলেমেয়েদের এই বিষয়ে পড়াশুনার জন্য বহির্রাজ্যে যেতে না হয়।

রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যেই প্রাথমিকভাবে ৫ কোটি ৭৬ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান।

ADVERTISEMENT

Click here