Tripura News Live

[t4b-ticker]

ফের গাজা উদ্ধার; বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় ২০০ কেজি শুকনো গাঁজা

ফের গাজা উদ্ধার। বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় ২০০ কেজি শুকনো গাঁজা। ঘটনা মধুপুর থানাধীন রাধানগর ১ নং ওয়ার্ড এলাকায়। মধুপুর থানার ওসি এস আই বিভাস রঞ্জন দাস জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মধুপুর থানার পুলিশ এবং কমলাসাগরস্থিত বিএসএফ ১৫০ নম্বর বাহিনীর জওয়ানরা রাধানগরের জু্বার আলির বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৯ বস্তায় মোট ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সাথে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক জুবার আলিকে। মধুপুর থানার পুলিশ 20(C)/25/29 NDPS ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

ADVERTISEMENT

Click here