Tripura News Live

[t4b-ticker]

ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ

ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামুড়া থানার পুলিশ আধিকারিক মানিক দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী কুলুবাড়ী বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় l যার বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে নেশা বাণিজ্যে ব্যবহৃত দুটি গাড়িও। ধৃতরা হল জসিম মিয়া এবং কাবিল মিয়া l ধৃত দুই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হবে বলে জানা গেছে l

ADVERTISEMENT

Click here