ফের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গরু বোঝাইকারি দুটি গাড়ি ও গাড়ির চালক সহ চারজন পাচারকারীকে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। ওই দুটি গাড়িতে ১৪টি গরু ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার ঋষ্যমুখের শ্রীপুর এলাকা থেকে পুলিশ এদেরকে আটক করেছে। ধৃতরা হলেন- কানাই দেবনাথ , তার বাড়ি মাধবনগর এলাকায়, রঞ্জিত পাল ও ভবতোষ বৈদ্য, এদের বাড়ি ঋষ্যমুখের হরিপুর এলাকায় এবং মিঠুন দাস, বাড়ি লাউগাং এলাকায়।এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।