Tripura News Live

[t4b-ticker]

ফের বিকল জিবি হাসপাতালের লিফট পরিষেবা

ফের বিকল জিবি হাসপাতালের লিফট পরিষেবা।এরফলে লিফটে আটকে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয় পরিজনেরা। আচমকা লিফট পরিষেবা বিকল হয়ে পরায় জন দুর্ভোগ চরমে উঠে।এই ঘটনা বুধবার রাতে। এরপর বিকল্প দরজা দিয়ে বের করা হয় রোগীর আত্মীয় পরিজনদের। যান্ত্রিক গোলযোগের নাম করে দায়িত্ব এড়াল হাসপাতাল কর্তৃপক্ষ।এমনটাই অভিযোগ। এনিয়ে ক্ষোভ রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।

ADVERTISEMENT

Click here