ফের রাতের আঁধারে রাজধানীতে চুরির ঘটনা। রবিবার রাতে রাজধানীর লেইক চৌমুহনী বাজারস্থিত মা কালী বস্ত্রালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা l চোরেরা দোকানের পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং প্রচুর টাকার কাপড় নিয়ে যায়। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। শুধু এই প্রথম নয়, পর পর তিনবার এই দোকানে চুরি হয়েছে বলে জানান দোকান মালিক।