ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস। আবার পাথর ছোড়া হল বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে। পশ্চিম বাংলার পর এবার আক্রান্ত হল কর্নাটকের বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতিই উদ্বোধন হওয়া বেঙ্গালুরু-হুবলি-ধারওয়াদ বন্দে ভারত এক্সপ্রেসে হামলা চলে। এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার কর্নাটকের বিরুর স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়।