Tripura News Live

[t4b-ticker]

বইমেলার তৃতীয় দিনে বিক্রি ১৮ লক্ষ ২৭ হাজার ৯৩৪ টাকার বই

৪০তম আগরতলা বইমেলার আজ ছিল চতুর্থ দিন। বইমেলার তৃতীয় দিনে মোট ১৮ লক্ষ ২৭ হাজার ৯৩৪ টাকার বই বিক্রি হয়েছে।

চতুর্থ দিনে বইমেলা কবি সম্মেলনে ৩৭ জন কবি রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন।

তারা বাংলা, চাকমা ও হিন্দী ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন।

আমার ত্রিপুরা আমার গর্ব বিষয়ক আলোচনচক্র অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ডা. জগদীশ গণচৌধুরী, ডা. কনক চৌধুরী এবং অমিত ভৌমিক।

ADVERTISEMENT

Click here