Tripura News Live

[t4b-ticker]

বর্তমান প্রজন্মের মননে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে স্মরণ করাতে উদ্যোগ নেওয়া হয়েছে : বিধানসভার অধ্যক্ষ

স্বাধীনতা আন্দোলনের গৌরবজ্জ্বল অধ্যায়কে স্মরণ করতেই দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। এবছরের ১৫ আগস্ট এই মহোৎসবের সমাপ্তি হবে।

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবেই রাজ্যে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম’ কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। গতকাল উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচির সূচনা করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ আরও বলেন, বর্তমান প্রজনোর মননে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে স্মরণ করিয়ে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের সামগ্রিক বিকাশে ও জনগণের কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রান্তিক জনপদগুলিতে উন্নয়ন প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে

ADVERTISEMENT

Click here