বর্তমান সময়ে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে টমেটোর। দিন কয়েক আগেই সেঞ্চুরি হাঁকাচ্ছিল টমেটোর দাম। বর্তমানে তা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিকোচ্ছে। এই দামেও কেনা কষ্টসাধ্য মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের পক্ষে। কবে এই মূল্যবৃদ্ধি থেকে রেহাই পাওয়া যাবে, তা প্রশ্ন এখন সকলের মনে। সেই প্রশ্নই রাখা হয়েছিল এক রাজ্যের মন্ত্রীর কাছে। তিনি যা জবাব দিলেন, তা শুনে চুপ করে গেলেন সকলে। সহজ উপায় দিলেন মন্ত্রী, বললেন টমেটো খাওয়া বন্ধ করে দিন নয়তো বাড়িতেই টমেটো গাছ লাগান।রবিবার উত্তর প্রদেশের শিশু ও নারী কল্যাণ প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাজারে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, টমেটোর দাম কবে কমবে? জবাবে তিনি বলেন, “যদি টমেটো দামি হয়, তবে বাড়িতেই টমেটো ফলানো উচিত। যদি আপনারা টমেটো খাওয়া বন্ধ করে দেন, তাহলে দাম আপনা-আপনিই কমে যাবে।