রবিবার গভীর রাতে খারচি মেলা থেকে বাড়ি ফেরার পথে রেশম বাগান এলাকায়
একটি বাইক ও হোন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয় দুই যুবকের। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় l অপরজনকে জিবি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু কোলে ঢলে পড়ে। মৃত দুই যুবকের বাড়ি দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি l রাতে তারা খারচি মেলা থেকে ফেরার পথে রেশম বাগান এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে তাদের নিথর দেহ জিবি হাসপাতালের মর্গে রয়েছে l