বাউল গান আমাদের লোকসংস্কৃতির এক বহমান ধারা। তাই বাউল গানের বিকাশ আমাদের সংস্কৃতির সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গ্রাম বাংলার মাঠে মাঠে থেকে বাউন্স সংগীতের সৃষ্টি। এই গানের মধ্য দিয়ে গ্রাম বাংলার মনের কথা, প্রাণের কথা বেরিয়ে আসে।
আজ জিরানীয়ার মজলিশপুর গুরুকুল কমিউনিটি হলে ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এবং রাণীরবাজার পুর পরিষদ, জিরানীয়া নগরপঞ্চায়েত ও জিরানীয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দু’দিনব্যাপী আয়োজিত চতুর্থ রাজ্যভিত্তিক বাউল উৎসবের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।