Tripura News Live

[t4b-ticker]

বাধ্যতা মূলক নয় পিএইচডি

বাধ্যতা মূলক নয় পিএইচডি। এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য মাপকাঠি বেঁধে দিল ইউজিসি। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট , স্টেট এলিজিবিলিটি টেস্ট , পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে। এমনটাই জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।বৃহস্পতিবার টুইট করে ইউজিসি জানিয়েছে, সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতামান পিএইচডি চলতি বছরের ১লা জুলাই থেকে ঐচ্ছিক। নেট/সেট-এর মত পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি ওই পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থী। কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগের জন্য ২০১৮ সালের রেগুলেশন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি। সংশ্লিষ্ট সংশোধন ১লা জুলাই থেকে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ADVERTISEMENT

Click here