Tripura News Live

[t4b-ticker]

বিজেপির এক কর্মীর কাছ থেকেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দলেরই তিন নেতার বিরুদ্ধে

বিজেপির এক কর্মীর কাছ থেকেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দলেরই তিন নেতার বিরুদ্ধে। এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপিরই এক কার্যকর্তা । ঘটনা রাজনগর বিধানসভা কেন্দ্রের উত্তর রাঙ্গামুরা পঞ্চায়েত এলাকায়।রাজনগর বিধানসভা কেন্দ্রের কৃষি এবং মৎস্য দপ্তর থেকে দু লক্ষ টাকা ব্যয়ে জলাশয় খননের জন্য মঞ্জুর হয় বিজেপি কর্মী দুলাল দের নামে। কিন্তু দুলাল দে অভিযোগ করেন যে জলাশয় খনন করে দেবার নাম করে তার কাছ থেকে ১ লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বিজেপিরই স্হানীয় তিন নেতা বিলাস দেব , সঞ্জয় কর্মকার ও সুমন দাস । জানা গেছে বিলাস দেব বিজেপির উত্তর রাঙ্গামুরা শক্তি কেন্দ্রের ইনচার্জ ।
দুলাল দে আরও অভিযোগ করেছেন গোটা বিষয়ে স্থানীয় বিজেপি বিধায়িকা স্বপ্না মজুমদার সহ দলের মন্ডল সভাপতিকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি।

ADVERTISEMENT

Click here