Tripura News Live

[t4b-ticker]

বিঝু, গড়িয়া, বুইসু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

বিঝু, গড়িয়া, বুইসু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

বিঝু উৎসব, গড়িয়া উৎসব, বুইসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন- “ঐতিহ্যবাহী এই উৎসব উদযাপন আমাদের চিরাচরিত ঐতিহ্যের এক একটি ধারা।

আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় বহন করে এইসব উৎসব।

উৎসবের মধ্য দিয়ে সকল জনগোষ্ঠীর মানুষ সুখ, শান্তি ও সমৃদ্ধির আহ্বান জানান।

আমাদের ঐক্য ও সংহতির বার্তা রচিত হয় সকলের প্রার্থনার মধ্য দিয়ে। পুরাতনকে পাথেয় করে আগামীকে বরণ করার চিরাচরিত রীতি আবহমান কাল ধরেই চলে আসছে।

আসন্ন বাংলা নতুন বছর রাজ্যবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমি রাজ্যের সব অংশের জনগণের স্বচ্ছতা, সুস্থতা ও নিয়ন্ত্রিত গতিযুক্ত জীবন প্রত্যাশা করছি।

ADVERTISEMENT