Tripura News Live

[t4b-ticker]

বিদ্যুতের টাওয়ার ভেঙ্গে পড়ল নদীর উপর

বিদ্যুতের টাওয়ার ভেঙ্গে পড়ল নদীর উপর। বুধবার দুপুরে ফটিকরায়ের পূর্ব রাতাছাড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় মনু নদীর উপর ভেঙ্গে পড়ে একটি বিদ্যুতের টাওয়ার। যার জেরে সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি বাড়ি ঘরে আগুন লেগে যায়। এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক । যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । বড় ধরনের কোন বিপত্তি ঘটেনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকা থেকে বিদ্যুতের টাওয়ারটি সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার তারা টাওয়ারের কাজের দায়িত্বে থাকা ঠিকাদারদের কাছে দাবি করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিন আবারও তারা দাবি করেন অবিলম্বে যাতে এই বিদ্যুতের টাওয়ারটি এই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

ADVERTISEMENT

Click here