বিধানসভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য পেশ করা বাজেটের উপর সাধারণ আলোচনা আজ শুরু হয়েছে। বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বায় বরাদ্দের প্রস্তাবের উপর আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার। আরও ৯ জন বিধায়ক আলোচনায় অংশ নেন।
বিজেপি – আইপিএফটি সরকারের বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় মঙ্গলবারও সরগরম ছিল দ্বাদশ ত্রিপুরা বিধানসভার একাদশতম অধিবেশন। বিরোধী বেঞ্চের তরফে উত্থাপিত বিভিন্ন স্পর্শ কাতর ইস্যুর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় নিশানা করেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা।