আগামী পয়লা এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে চৈত্র মেলা। গত দুই বছর করোনার কারণে মেলা করা সম্ভব হয়নি কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় চৈত্র মেলার আয়োজন করতে চলেছে আগরতলা পুর নিগম।
রাজধানীর শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুনী এবং শিশু উদ্যান এ এবার ১৫ দিন ব্যাপী চলবে চৈত্রমেলা।
উল্লেখযোগ্য বিষয় হল এই প্রথম মেলায় কোনো ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রকার ভাড়া নেওয়া হবে না এমনটাই জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান করোনা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা অনেকেই গত দু’বছর লাভের মুখ দেখতে পারেনি।
তারা যাতে এবার স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারেন সেই লক্ষ্যেই বিনামূল্যে স্টল বন্টনের সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম।