শুক্রবার সকাল ১১টায় শুরু হয় ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে হয় অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া। অধ্যক্ষ পদের জন্য মনোনীত প্রার্থীরা ছিলেন বিজেপির বিশ্ববন্ধু সেন ও সিপিআই এম কংগ্রেস জোটের প্রার্থী গোপাল চন্দ্র রায়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৯ জন। কিন্তু তিপ্রা মথার বিধায়করা ওয়াক আউট করায় মোট ৪৬টি বৈধ ভোট পরে। এর থেকে বিশ্ববন্ধু সেন ৩২টি ভোট পেয়ে অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। বিরোধী প্রার্থী গোপাল চন্দ্র রায় পান ১৪ টি ভোট।