বুধবার সকালে বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন রেল স্টেশন এলাকায়। নিহত যুবকের নাম মনোজ দেববর্মা। বাড়ি বিশ্রামগঞ্জের মাস্টার পাড়ায়। তার আত্মীয় পরিজনরা জানিয়েছেন এদিন ৫টা নাগাদ বিশ্রামগঞ্জ রেল স্টেশনের সামনে বাইক দুর্ঘটনায় পরে মনোজ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জিবিতে রেফার করা হয় তাকে। সকাল ৭টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে মনোজ।